শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় চুরি হওয়ার তিন দিনেও উদ্ধার হয়নি নবজাতক 

কুষ্টিয়া প্রতিনিধি   

কুষ্টিয়ায় চুরি হওয়ার তিন দিনেও উদ্ধার হয়নি নবজাতক 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বেসরকারি আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া ৩ দিনের নবজাতক গত ৩ দিনেও উদ্ধার হয়নি। গত ৬ ফেব্রুয়ারি এই নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা ও আত্মীয় স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারা নিজেরাও বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে যাচ্ছেন।

 ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডরা গ্রামের মো. দিপু আলীর স্ত্রী রিয়া খাতুন গত ৫ ফেব্রুয়ারি দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। 

গত বুধবার প্রসূতির মা রহিমা খাতুন শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালের প্রসূতির কক্ষে অবস্থানকালে বোরকা পরা অপরিচিত একজন নারী নিজেকে নিঃসন্তান দাবি করে নবজাতককে কোলে নিতে চায়। 

পানির প্রয়োজন হওয়ায় সরল বিশ্বাসে শিশুটিকে অপরিচিত ওই নারীর কোলে দিয়ে রহিমা খাতুন পানি আনতে গেলে শিশুটিকে নিয়ে ওই নারী হাসপাতাল থেকে দ্রুত পালিয়ে যায়। রহিমা খাতুন পানি নিয়ে ফিরে এসে নবজাতক সন্তানকে না পেয়ে কান্নাকাটি শুরু করলে হাসপাতালের লোকজন ও তাদের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় বোরকা পরা ওই নারী শিশুটিকে নিয়ে হাসপাতালের বাইরে চলে যাচ্ছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশও ঘটনাস্থলে ছুটে যান এবং চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চালান।

এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের কর্তব্যরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের ঘটনা হাসপাতালে এই প্রথম। নবজাতক শিশুটি তার নানির নিকট থেকে অপরিচিত এক মহিলা চুরি করে নিয়ে গেছে। তবে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি তাদের বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকে না। তারপরও চুরি যাওয়া শিশুটি উদ্ধারে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে।

শিশু চুরির বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ না দিলেও নবজাতক শিশুটিকে উদ্ধারে পুলিশের বিভিন্ন বিভাগ কাজ করছে ও তৎপর রয়েছে।

নবজাতকের পিতা ভেড়ামারা উপজেলার দিপু আলী ঘটনার তদন্ত করে আমার বাচ্চা ফেরত চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিষয়টি নিয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে এসে তদন্ত শুরু করেছি এবং নবজাতক উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।

টিএইচ